বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামুআলাইকুম
সুনাগরিক গড়া ও শিক্ষা খাতে বিশেষ অবদান রাখার লক্ষ্যে ১৯৭৯ সালে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ প্রতিষ্ঠা লাভ করে। দীর্ঘ চল্লিশ বছরের পথ পেরিয়ে বর্তমানে অত্র প্রতিষ্ঠান উত্তরবঙ্গের একটি অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপিঠ ও একটি ‘ব্র্যান্ড নেইম’।
বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত এই প্রতিষ্ঠান শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলায় অত্যন্ত সফলতার সাক্ষর রেখে চলেছে।
একটি আধুনিক যুগোপযোগী শিক্ষা প্রতিষ্ঠানে যে ধরনের সুযোগ সুবিধা থাকার কথা তার সবই এই প্রতিষ্ঠানে বিদ্যমান। একদল অত্যন্ত নিবেদিতপ্রাণ ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়। তবে শিক্ষক-শিক্ষার্থী- অভিভাবকগণের পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহযোগিতাই এই প্রতিষ্ঠানের সাফল্যের মূলমন্ত্র। অধ্যক্ষ হিসেবে আমি এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দেশপ্রেমিক সুনাগরিক করে গড়ে তুলতে চাই; যারা পরিবার, সমাজ ও দেশের জন্য নিবেদিতপ্রাণ হয়ে কাজ করে নিজের জীবনকে সার্থক করে তুলবে।
সকলের মঙ্গল কামনা করছি।