সৃজনশীলতা ও বুদ্ধিবৃত্তির বিকাশে পাঠ্যবহির্ভূত জ্ঞানচর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাঠ্যবহির্ভূত জ্ঞানচর্চার একটি সমৃদ্ধ ক্ষেত্র হলো শিল্প ও সাহিত্যের চর্চা। শিল্পচর্চা মানুষের নৈতিকতা ও মানবিক মূল্যবোধকে শাণিত করে, আলোর পথে নিয়ে যায়। বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ শিক্ষার্থীদের শিল্প ও সাহিত্যচর্চার সুযোগ তৈরি করে দিতে নিয়মিত শ্রেণি কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
ভাষা ও সাহিত্যচর্চার অধিকার রক্ষার পথ ধরেই বাংলাদেশের স্বাধীনতা এসেছে। “ডিজিটাল বাংলাদেশ' গড়ার অন্যতম হাতিয়ার বিজ্ঞান- প্রযুক্তিভিত্তিক শিক্ষা ও উদ্ভাবনী সৃজনশীলতা। আমার বিশ্বাস, আজকের শিক্ষার্থীরা বিজ্ঞানমনস্কতা, মুক্তচিন্তা, সহিষ্ণুতা ও ভ্রাতৃত্ববোধের চেতনায় ঋদ্ধ হয়ে উঠবে। সত্য ও বস্তুনিষ্ঠ জ্ঞানচর্চার মধ্য দিয়ে 'স্মার্ট বাংলাদেশ' গড়তে কার্যকরী অবদান রাখবে। তরুণ প্রজন্মকে এগিয়ে নিতে প্রতিষ্ঠানের অসামান্য ভূমিকা রাখতে সক্ষম হবে বলে আমার বিশ্বাস।
শিক্ষার্থীদের মননশীল করার জন্য শিল্প-সাহিত্যচর্চার বহিঃপ্রকাশ হিসেবে অত্র প্রতিষ্ঠান একটি সময়োপযোগী প্রয়াস। এতে শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীদের ভাবকল্পনার যে অপূর্ব সংমিশ্রণ ঘটেছে তা আমাকে অভিভূত করেছে।
Major General S M Asadul Haque, ndc, psc