About Us Welcome
সেনানিবাসে কর্মরত সেনাসদস্যদের সন্তান-সন্ততি ও পোষ্যদের যুগোপযোগী শিক্ষা প্রদানের জন্য অন্যান্য সেনানিবাসের মতো বগুড়া সেনানিবাসে 'ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ' প্রতিষ্ঠা করা হয়। সেনানিবাসমূহ মূল শহর হতে দূরবর্তী অঞ্চলে অবস্থিত হওয়ায় বাংলাদেশ সেনাবাহিনীকে এমন পদক্ষেপ গ্রহণ করতে হয়। সেনাবাহিনীর সদস্যদের এই মৌলিক প্রয়োজনীয়তা পূরণের পাশাপাশি সেনানিবাস সংলগ্ন অঞ্চলে বসবাসকারী মানুষের জন্য আধুনিক ও যুগোপযোগী শিক্ষার সুযোগ তৈরি করে দেশের শিক্ষা কার্যক্রমে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজসমূহ বর্তমানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 'বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ' বাংলাদেশ সেনাবাহিনী প্রতিষ্ঠিত ও পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের মধ্যে অন্যতম। অর্থনৈতিকভাবে বাংলাদেশের উত্তরাঞ্চল তুলনামূলক পশ্চাৎপদ অঞ্চল হিসেবে বিবেচিত। এই অঞ্চলের মানুষের জন্য মানসম্পন্ন শিক্ষার পরিবেশ তৈরিতে প্রতিষ্ঠানটি তার সূচনালগ্ন থেকে সক্রিয় রয়েছে।